কার্পাসডাঙ্গায় বাকপ্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বাক প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাকপ্রতিবন্ধী বড় বোন কহিনুর বেগম বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা পূর্ব পাড়ার নুর বক্সের বাকপ্রতিবন্ধী মেয়ে।
গতকাল রবিবার (২৮ মার্চ) সকাল ৯ টার দিকে চৌকির উপর ঘুমিয়ে ছিল বাকপ্রতিবন্ধী তরুণী। সুযোগ বুঝে বাদী কহিনুর বেগমের স্বামী একই উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের মৃত ফয়জুল্লা মোড়লের ছেলে নাসির উদ্দিন (৫০) বাকপ্রতিবন্ধীর শরীরে স্পর্শকৃত জায়গায় হাত দেয়। স্পর্শকৃত জায়গায় দিলে সে চিৎকার দিলে বাকপ্রতিবন্ধীর বৃদ্ধা মা ছুটে আসলে লম্পট নাসির উদ্দিন পালিয়ে যায়।
বাকপ্রতিবন্ধী জানান, আমার বড় বোনের স্বামী প্রতিনিয়ত আমার শরীরে হাত দেয়। লম্পট নাসির উদ্দিন জানান, আমার স্ত্রী কহিনুর বেগমের সাথে কয়েকদিন ধরে মনোমালিন্য সৃষ্টি হয়েছে। পরিবারের লোকজন নাটক সাজিয়েছে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল খালেক বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, বাকপ্রতিবন্ধী ধর্ষণের বিষয়ে থানায় অভিযোগ এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.