ইসলামপুরে বিআরডিবি’র ৬০ জন সুফলভোগীদের মাঝে আদা বীজ বিতরণ


জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাভূক্ত দারিদ্র বিমোচনের লক্ষে সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য ও বাজারজাত করণ কর্মসূচীর আওতায় আদা বীজ বিতরণ করা হয়েছে।
জামালপুরের ইসলামপুর ইউসিসি লিঃ বিআরডিবি আয়োজনে গতকাল রবিবার ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উন্নয়ন মেলার স্টলে ৬০জন সুফলভোগীদের মাঝে ৫কেজি করে আদা বীজ বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামাল আব্দুন নাছের বাবুল উপকারভোগীদের মাঝে বীজ তুলে দেন।
এ সময় সহকারী কমিশনার (ভ’মি) রোকনুজ্জামান খান,উপজেলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, পল্লী উন্নয়ন কর্মকর্তা নাছির উদ্দিন সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড দারিদ্রমূক্ত বাংলাদেশ বিনির্মানে কৃষক,বিত্তিহীন মহিলাদের গ্রামীন নেতৃত্বে বিকাশ সাধন সহ নারীর ক্ষমতায়নে সারা দেশে একযোগে কাজ করে যাচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.