কাবুলে শিখ মন্দিরের কাছে বিস্ফোরণ-গুলি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুল ভয়াবহ দুটি বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল। শনিবার (১৮ জুন) সকালে শহরের শিখ ধর্মের উপাসনালয় গুরুদুয়ারার কাছে একটি ব্যস্ত সড়কে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে ঘটনাটিকে জঙ্গি হামলা মনে করছে তালেবান সরকারের পুলিশ। এছাড়া ওই এলাকায় একাধিক গুলির শব্দও শোনা গেছে বলে নিশ্চিত করেছে একটি সূত্র।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, গুরুদুয়ারায় কমপক্ষে ১৬ জন পূর্ণ্যার্থী অবস্থান করছিলেন। তবে তাদের মধ্যে কেউ হতাহত হয়েছেন কিনা এখনও জানা যায়নি। এলাকাটি ঘনবসতিপূর্ণ। এ কারণে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
আফগানিস্তানের টোলো নিউজ টুইটারে জানিয়েছে, কাবুল শহরের কার্তে পারওয়ান এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এ ঘটনার ধরন এবং হতাহতের বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি তারা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.