কাতার বিশ্বকাপে উত্তাপ ছড়াচ্ছেন মিস ক্রোয়েশিয়া

বিটিসি স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের পর্দা ওঠে ২০ নভেম্বর। কাতার মুসলিম দেশ হওয়ায় আসর শুরু হওয়ার আগেই বিশ্বকাপ দেখতে আসা নারী সমর্থকদের দেওয়া হয় বেশ কিছু বিধিনিষেধ। কাতারে আসা বিদেশি সমর্থকদের জানিয়ে দেওয়া হয়েছিল খোলামেলা পোশাক না পরতে। কমপক্ষে কাঁধ ও হাঁটু ঢেকে রাখতে বলা হয়েছিল। নিয়ম না মানলেই জেল হতে পারে বলে সতর্ক করা হয়েছিল। তবে সেই বিধিনিষেধের তোয়াক্কা না করে উত্তাপ ছড়াচ্ছেন মিস ক্রোয়েশিয়া ইভানা নোল।

কাতারে পোশাকের ব্যাপারে বিধিনিষেধ সম্পর্কে ইভানা নোল বলেন, ‘আমার খুব মেজাজ খারাপ লাগছিল। আমি যদি একজন মুসলিম না হয়েও ইউরোপে হিজাব ও নেকাবকে সম্মান করি, আমি মনে করি তাদেরও আমাদের জীবনযাপন পদ্ধতি, আমাদের ধর্মকে সম্মান করা উচিত। আমাকে পোশাক, বিকিনি পরতে দেয়া উচিত।’

তিনি আরও বলেন,‘আমি খুব অবাক হয়েছি এখানে পৌঁছানোর পর যখন দেখলাম তারা পোশাক নিয়ে কোনো সমস্যা করছে না। শুধু সরকারি ভবন ছাড়া কোথাও পোশাক নিয়ে সমস্যা নেই।’ গ্রেপ্তারের ঝুঁকি সম্পর্কে ইভানা নোল বলেন, ‘আমি কখনই এমন কিছুতে ভয় পাই না।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.