কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে সর্বশেষ গাজা পরিস্থিতি নিয়ে ব্লিঙ্কেনের আলোচনা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে আলোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের আলোচনার বিষয়ে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩১ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
ব্লিঙ্কেন কাতারের প্রধানমন্ত্রীকে বলেন, আমরা কাতারের প্রতি খুবই প্রশংসিত। কারণ হামাসের হাত থেকে আমাদের জিম্মিদেরকে মুক্তি পেতে সাহায্য করেছে দেশটি।
প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের মধ্যস্ততায় প্রায় চারজন বন্দিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলের দাবি, গাজায় হামাসের হাতে অন্তত ২৩৮ জন বন্দি রয়েছে।
অ্যাক্সিওস নিউজ ওয়েবসাইট জানিয়েছে, ইসরায়েলের বিদেশি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান আরও জিম্মিদের সম্ভাব্য মুক্তির বিষয়ে আলোচনা করতে কাতারের রাজধানী দোহায় গিয়েছেন।
আল জাজিরা প্রতিবেদনের মন্তব্যের জন্য কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পৌঁছেছে। কিন্তু এখনও কোনও তথ্য পায়নি।
৭ অক্টোবর থেকে শুরু হয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসন আজ ২৫তম দিনে গড়িয়েছে। গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের বোমা হামলায় অন্তত আট হাজার ৩০৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অপর দিকে ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলায় অন্তত এক হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.