কাজিপুরে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক-১

সিরাজগঞ্জ প্রতিনিধি: কাজিপুর থানাপুলিশের ধারাবাহিক অভিযানে ৬টি চোরাই মটরসাইকেল সহ ১ মোটরসাইকেল চোরকে আটক করাহয়েছে। আটক ব্যাক্তির নাম বিপ্লব মিয়া (২৫)। সে কাজিপুর সদর ইউনিয়নের সাউদটলা গ্রামের আকবর আলীর পুত্র বলে জানা গেছে।
তার দেয়া তর্থে এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪টি বাজাজ কোম্পানির ডিসকোভার ১টি পালসার ও ১টি টিভিএস কোম্পানির এপাচি গাড়ী উদ্ধার করা হয়েছে।
কাজিপুর থানার (ওসি) শ্যামলকুমার দত্ত ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করে জানান, অভিযুক্ত আটককৃত বিভিন্ন চোরাই গাড়ীসংগ্রহও বিক্রয়ের সাথে জড়িত ছিল। এ অ়ভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মোসুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.