কসবায় ৫৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেপ্তার

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া সড়কের কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া এলাকা থেকে আজ শুক্রবার ভোরে একটি পিকআপ ভর্তি ৫৫ কেজি গাঁজাসহ সুজাত মিয়া (৩০) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া সুজাত মিয়া কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া গ্রামের লাল মিয়ার ছেলে।
তাকে আজ শুক্রবারদুপুরে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ভোরে একটি পিকআপ (ঢাকা মেট্রো- ন-১৯-১৭৯২) দিয়ে গাজাঁপাচার করছে। গোপন সূত্রে খবর পেয়ে কসবা থানা পুলিশ চাপিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই পিক আপসহ মাদক কারবারী সুজাতকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় থানারএ.এস.আই মাসুদ পারভেজ বাদী হয়ে সুজাতের বিরুদ্ধে মাদকনিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বিটিসি নিউজকে বলেন, পিকআপ দিয়ে মাদক পাচার করার সময় পুলিশ অভিযান চালিয়ে পিকআপে থাকা ৫৫ কেজি গাঁজাসহ সুজাত মিয়া নামের এক মাদক  কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায়থানায় মামলা হয়েছে। তাকে আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.