কসবায় ৩৮ কেজি গাঁজাসহ  গ্রেপ্তার এক

ব্রাহ্মণবাড়িয়া (কসবা) প্রতিনিধি: কসবায় আজ মঙ্গলবার (২০ নভেম্বর) পৃথক অভিযানে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজা জব্দ করেছে। এ ঘটনায় বিজিবি আজমল আলী নামের এক মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সালদানদী বিজিপি ক্যাম্পের জোয়ানরা ওইদিন কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ আজমল আলী (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সে কিশোরগঞ্জের ইটনা উপজেলার এলমজুড়ি গ্রামের মহর আলীর ছেলে। আজ মঙ্গলবার বিকালে কসবা থানা পুলিশে সোপর্দ করেছে বিজিবি। তাকে আজ বুধবার (২০ নভেম্বর) সকালে ব্রা‏হ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠানো হবে। এ ঘটনায় বিজিবির সুবেদার আবদুর রহমান বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

অপরদিকে গতকাল মঙ্গলবার বিকালে মাদলা বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের জোয়ানরা বায়েক ইউনিয়নের শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ২১ কেজি গাঁজা জব্দ করেছেন। এ সময় একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক বিটিসি নিউজকে বলেন, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ১৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি। অপরদিকে বিজিবি ২১ কেজি গাঁজা ও একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ব্রাহ্মণবাড়িয়া (কসবা) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.