কসবায় দুর্বৃত্তের ছুড়িকাঘাতে এক শিশু আহত

ব্রাহ্মণবাড়িয়া (কসবা) প্রতিনিধি: কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামে আজ মঙ্গলবার (২০ নভেম্বর) ভোররাতে অজ্ঞাতনামা এক দুবৃত্ত ঘুমন্ত অবস্থায় ৪ বছরের এক শিশুকে ছুড়িকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে শিশুটি শিশুটির অপারেশন করা হয়। এ রিপোর্ট লেখ পর্যন্ত তার জ্ঞান ফিরে আসেনি।

জানা যায়, শিশু নাভার পিতা মঈনুল ইসলাম মাসুদ কুয়েত প্রবাসী। তাদের গ্রামের বাড়ি কসবা উপজেলার চন্দ্রপুর গ্রামে। মা তাহমিনা আক্তার ছুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার বাবা গোপীনাথপুর ইউনিয়নে প্রাক্তন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মরহুম কুদ্দছুর রেজা।

নাভার চাচা সোহেল রানা মামুন বিটিসি নিউজকে জানান, রাত আনুমানিক একটায় এক দুবৃত্ত ছুড়ি মেরে পালিয়ে যাওয়ার সময় নাভার মা তাহমিনা টের পেয়ে চিৎকার করে। তাৎক্ষণিক তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া ও পরে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেয়া হয়। প্রায় ৪/৫ঘন্টা যাবত অপারেশন করলেও এখনো জ্ঞান ফেরেনি। ধারণা করা হচ্ছে সন্ধা রাতেই ঘাতক ঘরে ঢুকে সুযোগ বুঝে এ ঘটনা ঘটিয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ব্রাহ্মণবাড়িয়া(কসবা) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.