কসবায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া (কসবা) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ রবিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে ।
দিবসটি পালনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পূস্পস্তবক অর্পন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সকালে কসবা বালক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে সমাবেশ, কুচকাওয়াজ, শরীর চর্চা ও ক্রীড়া প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার বর্গের সংবর্ধনা, উপজেলা বিভিন্ন মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুচকাওয়াজ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ( কসবা সার্কেল) আবদুল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, অফিসার ইনচার্জ কসবা থানা মো.আবদুল মালেক, জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেন ইকবাল উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহবায়ক এমজি হাক্কানী, উপজেলা ভাইস
চেয়ারম্যান শাহীন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যা বিলকিছ বেগম ও  মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা।
তাছাড়া দিবসটি পালনে কসবা প্রেসক্লাব, সিডিসি স্কুল, উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচী গ্রহন করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ব্রাহ্মণবাড়িয়া (কসবা) প্রতিনিধি মোঃলোকমান হোসেন পলা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.