কসবায় ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: “পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার”-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কসবা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর আয়োজিত ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ জুলাই) উপজেলা পরিষদ সুপার মার্কেট প্রাঙ্গনে সকালে আনুষ্ঠানিক ভাবে এ বৃক্ষ মেলা উদ্ভোধন করা হয়। এ উপলক্ষে গাছের চারা হাতে নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে উপজেলা কৃষি অফিস। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ মেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো: রাশেদুল কাওসার ভূইয়া জীবন।

এ সময় উপস্থিত ছিলেন:অফিসার ইনর্চাজ (অ:দ:) কসবা থানা মো: আসাদুল ইসলাম, কসবা পৌর মেয়র মো: এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন ফেরদৌসী রাখী, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো: সফিকুল ইসলাম রঙ্গু ও কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: মাজেদুর রহমান।

মেলায় ফলদ বৃক্ষ নিয়ে বিভিন্ন ধরনের ৯টি ষ্টল বসেছে। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকসগ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগনও উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.