কসবায় আ.লীগের ২ মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণাড়িয়ার কসবায় আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলছে। আজ শুক্রবার (০৫ মার্চ) সকালে সদর উপজেলা পরিষদের সামনে এ সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এছাড়া এ ঘটনায় ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
দুই মেয়র হলেন- উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমরান উদ্দিন জুয়েল ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম এ আজিজ।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন, থেমে থেমে সংঘর্ষ চলছে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, আইনমন্ত্রী আনিসুল হকের আগমন উপলক্ষে বেলা সাড়ে ১১টার দিকে কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল ও উপজেলা যুবলীগের সভাপতি এম এ আজিজের সমর্থকরা উপজেলা পরিষদের সামনে মিছিল নিয়ে আসেন। জুয়েল ও আজিজ আসন্ন কসবা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।
এক পর্যায়ে জুয়েল ও আজিজের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তবে কী নিয়ে সংঘর্ষের সূত্রপাত, সেটি তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। কিছুক্ষণ পর সংঘর্ষ থেকে যায়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে আইনমন্ত্রী উপজেলা পরিষদে আসেন পূর্বনির্ধারিত অনুষ্ঠানে যোদ দিতে। অনুষ্ঠান চলাকালে আবারও সংঘর্ষে জড়ান তারা।
সেখানে আজ শুক্রবার সকাল ১১টার দিকে আইনমন্ত্রী আনিসুল হকের উপস্থিতিতে স্মার্টকার্ড বিতরণ চলছিল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.