BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কসবায় মানবিক সংগঠন সবুজ সংঘ আয়োজিত শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ

কসবায় মানবিক সংগঠন সবুজ সংঘ আয়োজিত শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় মানবিক সংগঠন সবুজ সংঘ আয়োজিত শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (০৩ জানুয়ারি) সকালে কসবা উপজেলার খাড়েরা বাজারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ সংঘের সভাপতি ও কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা।

এ মানবিক কার্যক্রম অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন।

সার্জেন্ট (অব.) ফারুক আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, অস্ট্রেলিয়া প্রবাসী বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন, কসবা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বি এম ইনয়ামুল ইসলাম (বোরহান), অর্থ সম্পাদক মো. শাখাওয়াৎ হোসাইন, খাড়েরা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কাওছার, কসবা থানার সাব ইন্সপেক্টর মো. নিজামুদ্দিন, মানবাধিকার কর্মী এ আর রিংকু, উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জোবায়ের মাহমুদ তপন, সার্জেন্ট (অব.) দুলাল মিয়া, সবুজ  সংঘের অর্থ সম্পাদক নূরুল আমিন, সদস্য সাইফুল ইসলাম সরকার,  যবুদলে নেতা নাছির উদ্দিন, তারেক রহমান প্রমুখ।

এ সময় উপকারভোগী ছিন্নমূল ও অসহায় পুরুষ-মহিলা, ছাত্র-ছাত্রী, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, খাড়েরা সবুজ সংঘ ২০২০সাল থেকে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সাধারণ ও হাফেজ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি,  শিক্ষা উপকরণ, অসহায় ও ছিন্নমূল ব্যক্তিদের শীতবস্ত্র, ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে আসছে।

আজ ১৭ জন এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের ফর্ম ফিলাপের টাকা, ৪ জন ছাত্রের ভর্তি ফি, ৩০ জন ছাত্রের শিক্ষা উপকরণ ও ১০০ জন অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
খালেদা জিয়ার শোক বইতে সই করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পদ্মার পলি মাটিতে সফল তরমুজ চাষ, রমজানে মিলবে স্থানীয় ফল রাজশাহীতে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর সব উন্নয়নই বেগম খালেদা জিয়ার আমলে হয়েছে : মিনু জনগণের বিশ্বাস- তারেক রহমান হবেন দেশের কর্ণধার : দুদু দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি : জামায়াত হাদির বিচার নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা এ সরকারের মেয়াদে চালু হচ্ছে না শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল : পর্যটন উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রসহ যেকোনো স্থানে প্রবেশ করতে পারবেন : স্বরাষ্ট্র উপদেষ্টা যারা নির্বাচন বানচালের চেষ্টা করবেন, তারা ব্যর্থ হবেন : স্বরাষ্ট্র উপদেষ্টা