কলকাতার বিমানবন্দরের চ্যাকিং কাউন্টারে আগুন

 

কলকাতা (ভারত) প্রতিনিধি: বুধবার (১৪ জুন) রাত ৯টা ২০মিঃ নাগাদ অত্যন্ত ব্যস্ত সময়ে বিমানবন্দরের ৩-এ,চ্যাকিং কাউন্টারে ভয়াবহ আগুন লাগে।
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী,আগুন লাগার খবর নজরে আসতেই বিমানবন্দরের কর্মীরা সজাগ হয়ে উপস্থিত যাত্রীদের দ্রুততার সাথে বাইরে বের করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়।
শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলে খবর।এই মুহূর্তে দমকলের ৮টি ইঞ্জিন কাজ করলেও আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে নয় বলে খবর।
ইতিমধ্যেই বিমানবন্দরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত হয়ে ঘটনার তদারকি করছেন।
আপাতত কোনও বিমান ওঠা নামা করতে দেওয়া হচ্ছে না।পরিস্থিতি কখন স্বাভাবিক হবে এখুনি নিশ্চিত করে বলা যাচ্ছে না। আগুন লাগার সম্ভাব্য কারণ সম্পর্কে তদন্ত করে দেখা হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.