কলকাতার চলচ্চিত্রে গাইলেন ’তোমার মনের ভেতর’ : নোবেল

বিটিসি বিনোদন ডেস্কবাংলাদেশের গায়ক নোবেল সারেগামাপার দৌলতে দুই বাংলাতেই জনপ্রিয় হয়ে উঠেছেন। তবে এবার নোবেল কলকাতার চলচ্চিত্রে গান গাইলেন। অনুপম রায়ের কথা ও সুরে।

গানটি তৈরি হয়েছে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ’ভিঞ্চিদা’ ছবির জন্য। সম্প্রতি গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে। বড় ব্যানারের নামকরা পরিচালকের ছবিতে জীবনের প্রথম প্লে ব্যাক গাইতে পেরে নোবেল খুবই খুশি।

নোবেলকে নির্বাচন করা নিয়ে অনুপম আরও বলেন, সারেগামাপার অনুষ্ঠানেই নোবেলে সঙ্গে আমার আলাপ হয়, ছেলেটির সঙ্গে কথা বলে ভালো লেগেছিল।

ইউটিউবেও তার কিছু গান শুনেছি আমি। সেগুলিও বেশ ভালো। অনুপম আরও বলেছেন, আমি সবসময়ই নতুন কন্ঠের খোঁজে থাকি।

তাই মনে হয়েছিল নোবেলকে একটা সুযোগ দেওয়া যেতে পারে। নোবেল যে গানটি গেয়েছেন সেটি হল, । যে ছবিতে গানটি ব্যবহৃত হয়েছে সেটি থ্রিলার ধরনের ছবি। তাই গানটিতে রকের মেজাজ রয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.