কলকাতার গেস্ট হাউসে আগুনে বাংলাদেশীর মৃত্যুর খবর

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি গেস্ট হাউসে অগ্নিকাণ্ডে বাংলাদেশী এক নারী মারা গেছে বলে জানিয়েছে সেখানকার গণমাধ্যম। আজ শনিবার (১২ মার্চ) ভোরের দিকে লাগা ওই অগ্নিকাণ্ডের ধোঁয়া অসুস্থ হয়েছেন আরো দুইজন।
হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ৫ নম্বর মির্জা গালিব স্ট্রিটের (ফ্রি স্কুল স্ট্রিট) একটি গেস্ট হাউসে আজ শনিবার (১২ মার্চ) ভোরে আগুন লাগে।
ওই গেস্ট হাউসের একজন কর্মী জানিয়েছেন, রিসেপশন থেকে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে গেস্ট হাউসের অন্যান্য কক্ষে। এসময় কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারদিক।
ওই কর্মী আনন্দবাজারকে জানিয়েছেন, ওই কক্ষগুলোতে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক ছিলেন। তাদের সবাইকে সরিয়ে নেওয়া গেলেও কয়েকজন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। কিন্তু এক বৃদ্ধাকে প্রথমে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ৬০ বছরের ওই বৃদ্ধার দগ্ধ দেহ উদ্ধার হয়। তিনি বাংলাদেশী নাগরিক বলে জানা গিয়েছে।
দমকল বাহিনীর ১৩টি ইউনিটের চেষ্টায় অঅগুন নিয়ন্ত্রণে আনা হলেও গেস্ট হাউসের ১১টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.