করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত পণ্যবিক্রয় কর্মীগণ

 হবিগঞ্জ প্রতিনিধি: পণ্যবিক্রয় কর্মীগণ সারাদিন বহু লোকজনের সাথে করমর্দন ও কোলাকুলি করতে হয়। বিভিন্ন হোটেলের নানান পরিবেশের তৈলাক্ত ও অস্বাস্থ্যকর খাবার খেতে হয়। বিভিন্ন লোকাল বাস কিংবা নানান গাড়িতে যাতায়াত করতে হয়। সারাদিন হাত-পা পরিষ্কার করা তো দূরের কথা বরং দৈনন্দিন ধুলিবালি ও রোদের সাথে লড়াই করেই কর্ম পরিচালনা করতে হয়।
অন্যদিকে ”করোনা” প্ররতিরোধ করতে হলে হাত-পা, জামা-কাপড় পরিষ্কার রাখা, জনপদে কর্মদন ও কোলাকুলি না করা, লোকাল বাস মানে জনসম্মুখে না যাওয়া,পশুর মাংস খাওয়া এড়িয়ে চলা ইত্যাদি নিয়ম মেনে চলতে হবে।
কিন্তু এসব  একজন বিক্রয় কর্মীর নিত্যদিনের সঙ্গী।এই পেশার কেউ আক্রান্ত হলে খুব দ্রুত তাদের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে যাবে। এতে নিজ ও নিজের পরিবার সাথে সাথে দেশের মহা ক্ষতি হতে পারে।

এই অসহায় ও অবহেলিত মানুষ গুলোকে ও দেশের সকল জনগণকে বাঁচাতে সরকার ও কোম্পানিকে যথাসময়ের মধ্যে বন্ধ ঘোষণা করে সঠিক সিদ্ধান্ত নেয়া অতিব জরুরী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.