করোনা প্রতিরোধে কাজ করছে হবিগঞ্জের করোনা প্রতিরোধ স্বেচ্ছাসেবক টিম

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: সামাজিক ও মানবিক দ্বায়বদ্ধতা থেকে করোনা পরিস্থিতি মোকাবিলা করার লক্ষ্যে, হবিগঞ্জ জেলা করোনা প্রতিরোধ, স্বেচ্ছাসেবক টিম কাজ করছে জনসচেতনতা, টেলি মেডিকেল সাপোর্ট ভার্চুয়াল লিগাল সাপোর্ট, লাশ দাফন টিম গঠন সহ প্রান্তিক, লেভেল থেকে দরিদ্র অসহায়, বয়স্ক, বিধবা, অসহায় মানুষের ত্রাণ সাহায্য তালিকা করে জেলাপ্রশাসক এর কাছে হস্তান্তর করা।

টিমের আহ্বায়ক জনাব ব্যারিস্টার রুহুল আমিন মিহনের নেতৃত্বাধীন হবিগঞ্জ জেলার প্রত্যেক উপজেলা ও ইউনিয়ন ওয়ার্ড টিম নিয়ে কাজ করছে এই কমিটি।

হবিগঞ্জ জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসনের অনুপ্রেরণায় উপজেলার নির্বাহী অফিসারে এর সাথে এক হয়ে কাজ করছে এই টিম,এই ধারাবিকতা বজায় রাখতে গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মাধবপুর নির্বাহীক অফিসার সাথে সাক্ষাৎ করতে যান এই টিমের মাধবপুর উপজেলার স্বেচ্ছাসেবী প্রতিনিধি শেখ আরিয়ান রুবেল, সহ সকল ইউনিয়নের প্রতিনিধিরা মাধবপুর পৌরসভার প্রতিনিধি এফ এম সাদনান জিহাদ, ১নং ধর্মঘর ইউ/পি প্রতিনিধি বরসাত জামান, ২নং চৌমুনি ইউ/পি প্রতিনিধি সৈয়দ আজমান, ৩নং বহরা ইউ/পি প্রতিনিধি মোঃ নিপু মিয়া, ৪নং আদাঐর ইউ/পি প্রতিনিধি সোহাগ হাসান সুজন, ৫নং আন্দিউরা ইউ/পি প্রতিনিধি শেখ ইমন আহমেদ, ৬নং শাহজানপুর ইউ/পি প্রতিনিধি অমিত সোম, ৭নং জগদীশপুর ইউ/পি প্রতিনিধি মোঃ কামরুল হাসান সুমন, ৮নং বুল্লা ইউ/পি প্রতিনিধি হুমায়ুন কবির, ৯নং নোয়াপাড়া ইউ/পি প্রতিনিধি আবুল কালাম সুহেল, ১০নং ছাতিয়াইন ইউ/পি প্রতিনিধি মোঃ উজ্জ্বল আহম্মেদ, ১১নং বাঘাসুরা ইউ/পি প্রতিনিধি এস এ মনজু, এর উপস্তিতিতে উপজেলার সহকারী কমিশনার ( ভুমি ও নির্বাহী মেজিস্ট্রেট) আয়েশা আক্তার মহোদয়ের সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে সাক্ষাৎ কালে টিম সদস্যদের এই সাহসী উদ্যোগ প্রশংসা করেন এবং টিমের পাশে তার সার্বিক সহযোগিতা থাকবে এবং তিনি উপজেলার বিভিন্ন ইউ/পি দ্বায়িত্বপাপ্ত ট্যাগ অফিসারের সাথে ইউ/পি প্রতিনিধির সমন্নয় করতে বলেন।,

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি মাজহারুল ইসলাম তানিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.