করোনা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের প্রতিবেদন প্রকাশ

পিআইডি প্রতিবেদক: করোনা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে রাজশাহী জেলা প্রশাসন। প্রতিবেদনে জেলার করোনা পরিস্থিতির সর্বশেষ অবস্থা প্রকাশ করা হয়।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা প্রশাসন প্রকাশিত এক প্রেস রিলিজে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী, রাজশাহীতে এ পর্যন্ত ৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

বর্তমানে আক্রান্তদের মধ্যে ৮ জন হোম আইসোলেশনে রয়েছেন এবং আইসোলেশনে থাকা অবস্থায় এ পর্যন্ত ১ জন মৃত্যুবরণ করেছেন। জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় নাই।

প্রতিবেদনে জানা যায়, জেলায় এ পর্যন্ত ১,৬৯৩ জনকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ২০ জনকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে।

এ পর্যন্ত মোট ১,৪৮৯ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। ডিএসবির তথ্য মতে, ১ মার্চ ২০২০ থেকে বিদেশ প্রত্যাগত ২,৯৫৯ জন।

করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিতে এবং অসাধু বিক্রেতা বা ব্যবসায়ী কর্তৃক নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের বৃদ্ধি রোধে পরিচালিত অভিযানের বিষয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়। # (প্রেস বিজ্ঞপ্তি ) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.