করোনায় মৃত্যু আড়াই হাজার ছাড়াল : আক্রান্ত ২ লক্ষ ছুঁই ছুঁই

ফাইল ছবি

বিটিসি নিউজ ডেস্ক: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫৪৭ জনে। এছাড়া একই সময়ে আরও ৩ হাজার ৩৪ জনের দেহে মিলেছে এ ভাইরাস। ফলে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৯৯ হাজার ৩৫৭ জনে।

করোনাভাইরাস বিষয়ে আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

আজ আজ শুক্রবার (১৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮০টি ল্যাবে মোট নমুনা সংগ্রহ ও পরীক্ষার তথ্য তুলে ধরে ডা. নাসিমা সুলতানা জানান, মোট নমুনা সংগ্রহীত হয়েছে ১৩ হাজার ৬৮১ জনের। এর মধ্যে ১৩ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষায় কভিড-১৯ পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১০ লক্ষ ৬ হাজার ৭৫১।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৭৬২ জন।

সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৮ হাজার ৭২৫ জন।

এদিকে আজ শুক্রবার বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের নিয়মিত পরিসংখ্যানে জানানো হয়েছে, গত একদিনে বিশ্বের ২ লক্ষ ৪৮ হাজার ৯১২ জনের দেহে মিলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৩৯ লক্ষ ৩৭ হাজার ৭৯৭ জনে দাঁড়িয়েছে। প্রাণ ঝরেছে আরও ৫ হাজার ৭৪১ জনের। এতে মৃতের সংখ্যা ৫ লক্ষ ৯১ হাজার ৯৬২ জনে ঠেকেছে।

প্রসঙ্গত, গত বছরের ১৭ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.