করোনায় মুক্ত পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

ফাইল ছবি

বিটিসি নিউজ ডেস্ক: করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি।

গতকাল শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় তার রিপোর্ট করোনা নেগেটিভ আসার পর আজ শনিবার (১৮ জুলাই) সকালে প্রতিমন্ত্রী বারিধারার নিজ বাসভবনে ফিরেছেন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

পানি সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, করোনা পজিটিভ হয়ে গত ১ জুলাই প্রতিমন্ত্রী রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। আগামী কয়েকদিন বিশ্রামের পর যথারীতি অফিস করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জানান, অসংখ্য সমর্থক, অনুসারী ও শুভাকাঙ্ক্ষী যারা তার জন্য উদ্বিগ্নতায় ছিলেন এবং দোয়া করেছেন, তাদের সবার প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন, যাতে দেশ ও মানুষের সেবায় তিনি আরও বেশী কাজ করতে পারেন। (সূত্র: বাসস)। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.