করোনায় পিছিয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা

কলকাতা প্রতিনিধি: বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা আজ শনিবার ( ২১ মার্চ) বেড়ে তিনে পৌঁছেছে। ভারতে সেই সংখ্যা  আড়াশোরও বেশী। বিশেষজ্ঞদের মতে, আগামী তিন চার সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়েই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে পারে। সেই প্রবণতা রুখতেই রাজ্য সরকার উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
যদিও গতকাল শুক্রবার (২০ মার্চ) জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্থগিত রাখা হবে না তথাপি করোনা আতঙ্কের ক্রমবর্ধমান জেরে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা। ১৫ এপ্রিলের পর বাকি পরীক্ষার সূচি নির্ধারিত হবে। আগামী ২৩, ২৫ ও ২৭ মার্চ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বাকি ছিল। সেই দিনের পরীক্ষাগুলো কবে হবে, তা পরে জানানো হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.