করোনায় জর্জরিত ভেনেজুয়েলা, নতুন যোগ দিচ্ছেন ১৫ ফুটবলার

বিটিসি স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাস মহামারির কারণে এক বছর পিছিয়ে যায় কোপা আমেরিকার এবারের আসরে। এবারের আয়োজক ছিল যৌথভাবে কলম্বিয়া ও আর্জেন্টিনা।
কিন্তু কলম্বিয়ায় সরকারবিরোধী আন্দোলন আর করোনা পরিস্থিতির অবনতির কারণে বাদ পড়ে আর্জেন্টিনা। নানা নাটকীয়তায় কোপা আমেরিকার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় ব্রাজিলে। কিন্তু সেখানেও বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা।  
ব্রাজিলের সার্বিক করোনা পরিস্থিতি আরও বেশী ভয়ংকর। এমন পরিস্থিতিতে খেলা আয়োজনের বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিল। শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপে সমাধান হয়। 
উদ্বোধনী ম্যাচের আগে আঘাত হেনেছে করোনাভাইরাস। ভেনেজুয়েলা দলে করোনা পজিটিভ হয়েছেন ৮ খেলোয়াড় ও তিন কোচিং স্টাফ। শেষ মুহূর্তে সামাল দেওয়ার জন্য নতুন ১৫ জন খেলোয়াড়কে ডেকে নিয়েছে দলটি। ম্যাচের আগেই নতুন ১৫ জন খেলোয়াড় দলের সঙ্গে যোগ দেবেন বলে জানানো হয়েছে।
এদিকে সতর্কতার জন্য করোনা আক্রান্ত সবাইকে দল থেকে আলাদা করে আইসোলেশনে রাখা হয়েছে।
আজ রবিবার (১৩ জুন) রাত ৩টায় ব্রাজিল ও ভেনেজুয়েলা ম্যাচ দিয়ে মাঠে গড়ানোর কথা এবারের কোপার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.