৫ বছর পর টি-টোয়েন্টিতে ফিরলেন ওকস

বিটিসি স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড দলে নিয়মিত টেস্ট এবং ওয়ানডে খেললেও টি-টোয়েন্টি দলে নিয়মিত ছিলেন না ক্রিস ওকস। পাঁচ বছরেরও বেশি সময় পর আবার ফিরলেন টি-টোয়েন্টি দলে।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য গতকাল শনিবার (১২ জুন) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই দলে ওকসের পাশাপাশি ফিরেছেন ডেভিড উইলি ও লিয়াম ডসন।
এর আগে ২০১৫ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ওকস। ৮ ম্যাচ খেলে রান করেছেন ৯১, উইকেট নিয়েছেন ৭টি।
২৩ জুন থেকে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা লড়াই। পরের দুটি ম্যাচ ২৪ ও ২৬ জুন। টি-টোয়েন্টি ছাড়াও তিনটি ওয়ানডে খেলবে দুই দল।
ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: ওয়েন মরগান (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, লিয়াম ডসন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, দাভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.