করোনার মাঝেও মাধবপুরে মাদক পাচারকারীদের দৌরাত্ম্য

হবিগঞ্জ প্রতিনিধি: মাধবপুরে সীমান্তে করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যে ও মাদক পাচারকারী চক্রের তৎপরতা বন্ধ হয়নি। আইন শৃংখলা বাহিনীর কঠোর নজরদারীর মধ্যে  মাদকপাচার করছে এচক্রটি। করোনা সংক্রমন এড়াতে পুলিশ যাত্রীবাহী যানবাহন  সহ সড়কে কঠোর নজর দারী  শুরু করে। এর পর মাদক পাচারকারী রা কৌশল পাল্টিয়ে মাদকপাচার অব্যাহত রাখছে।

আজ সোমবার উপজেলার তেলিয়াপাড়া পুলিশ পাড়ির পুলিশ দুটি পিক আপ ভ্যান আটক করে বিপুল পরিমান ভারতীয় গাজা উদ্বার করে। প্রচারের সাথে জড়িত দুজনকে গ্রেফতার করছে। পুরাতন ঢাকা সিলেট মহাসড়ের তেলিয়াপাড়া রেল ষ্টেশন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে  একটি পিক আপভ্যান থেকে ১০ কেজি গাজা সহ দুজন কে গ্রেফতার করে।

গ্রেফতার কৃতরা হল গোপালগন্জ জেলার মকসুদ পুরের নুরুজ্জামান সর্দারের ছেলে বিপ্লব ,কুমিল্লার লালমাইর আব্দুল মজিদের ছেলে বাহারমিয়া। এর আগে নোয়াহাটি এলাকায় অভিযান চালিয়ে টমেটো ভর্তী একটি পিক আপ থেকে থেকে ৬০ কেজি গাজা জব্দ করা হয়। পুলিশের উপস্হিতি টের পেয়ে মাদকপাচারকারীরা সটকে পড়ে।

তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান,  এব্যাপারে পৃথক দুটি মাদক মামলা হয়েছে।

ইন্সপেক্টর মোস্তফা বলেন, সীমান্তবর্তী এলাকায় আমরা পুলিশ সুপারের নির্দেশ মাদককের ব্যপারে জিরোট লারেন্স । বর্তমানে করোনার কারনে পুলিশের সামাজিক দাযিত্ব অনেক বেড়ে গেছে। সারা দিন ই ব্যস্হতার মধ্যে  থাকতে হয়। মাদক পাচাররোধে আমরা সক্রিয়। পুলিশ তৎপরতার মধ্যে পাচারকারীরা কৌশল পাল্টে ফেলে। সবজির ভেতরে মাদক পাচারের বিষয়টি গোয়েন্দা তৎপরতায়  জানতে পেরে আমরা অভিযান পরিচালনা,ওনজরদারী জোরদার করেছ।

মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, মাদকের ব্যপারে  আমরা সর্তক। কাউকে ছাড় দেয়া হবে না। করোনা ভাইরাস সংক্রমণ বোধে পুলিশ ব্যস্ত থাকার সুযোগে মাদক পাচারকারী তৎপর হয়ে উঠেছে।সবজির সাথে মাদক প্রচারের একটি নতুন কৌশল।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.