করোনা’র থাবা এবার জঙ্গলের পশুর উপরও পড়েছে ! ৩৫০টি হাতি’র মৃত্যু

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: করোনার থাবা শুধু মানুষ নয়, বনে-জঙ্গলের পশুর উপরও পড়েছে। বনের বৃহৎ প্রাণী হাতি করোনা সংক্রমণে মারা যাচ্ছে। আফ্রিকার দেশ বতসোয়ানাতে গত দুই মাসে ৩৫০টির বেশী হাতি মারা গেছে। এই গণহারে হাতির মৃত্যুর কারণ পরীক্ষায় প্রমাণিত হয়েছে করোনাভাইরাস!

বিষয়টি প্রাণিবিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে। কী কারণে এত অল্প সময়ে এত বেশী হাতি মারা গেছে, তার কারণ খুঁজতে দেশটির সরকারও বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে।

সরকারী উদ্যোগে মৃত হাতির নমুনা সংগ্রহ করে তা পাঠানো হয়েছিল জিম্বাবুয়েতে। সেখানকার ল্যাবে পরীক্ষা করে প্রমাণিত হয়েছে, গণহারে হাতির মৃত্যুর কারণ করোনাভাইরাসের সংক্রমণ। এর মধ্য দিয়ে বিশ্বে প্রথম করোনায় হাতির মৃত্যুর তথ্যও পাওয়া গেল।

তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সময় আসেনি। আরও বেশ কিছু নমুনার ফলাফল পাওয়া গেলে তবেই তা জনগণের সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছে বতসোয়ানা সরকার।

মাত্র দুই মাসের ব্যবধানে বিপুল সংখ্যক হাতির মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা করছে দেশটির বন বিভাগ কর্তৃপক্ষও। তবে তারা মৃত্যুর কারণ হিসেবে অ্যানথ্রাক্স বা পোচিংয়ের সম্ভাবনা নাকচ করে দিয়েছে। কর্মকর্তারা বনের ৮ হাজার বর্গ মাইলের মধ্যে ২৮১টি হাতির নমুনা সংগ্রহ করেছে। এ অঞ্চলটিতে প্রায় ১৮ হাজার হাতির বসবাস।

বতসোয়ানার বন বিভাগ বলছে, প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপের ফলাফল হাতে আসার পরই শত শত হাতির মৃত্যু করোনাভাইরাসের কারণেই হয়েছে কি-না সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। তবে গত কয়েক মাসে গণহারে হাতির মৃত্যুতে দেশটির প্রায় ১ লক্ষ ৩০ হাজার হাতির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পরেছে বতসোয়ানা সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.