ওয়ালটন পরিবেশক চিতলমারীর দুই শতাধিক পরিবারকে ত্রাণ বিতরন


বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলায় আজ রবিবার ব্যতিক্রমভাবে দুই শতাধিক দরিদ্র পরিবারকে ত্রাণ বিতরণ করেছে ওয়ালটনের স্থানীয় পরিবেশক। শেখ হেলাল উদ্দিন একাডেমির মাঠে তিন ফুট দুরত্বে গোলাকার বৃত্তের মধ্যে তালিকাভুক্ত পরিবারের সদস্যদের পর্যায়ক্রমে দাড়াতে বলা হয়।

এরপর একে একে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন আয়োজকগণ। আজ রবিবার বিকাল চারটার দিকের এই আয়োজন স্থানীয় সবার দৃষ্টি আকর্ষণ করেছে।

ওয়ালটনের স্থানীয় পরিবেশক মেসার্স সনি কর্ণারের সত্ত্বাধিকারী জাহাঙ্গীর আলম মুন্সি বলেন, করোনা ভাইরাস হতে চিতলমারী উপজেলার মানুষদের রক্ষা করতে এইভাবে আয়োজন করা হয়। প্রতি পরিবারকে চাল, ডাল, আলু, তেল, লবন, পেঁয়াজ ও হাত ধোয়ার সাবান দেয়া হয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখা হবে।

খাবার সামগ্রী প্রাপক বিধবা গোলেজান বিবি জানান, গোল বৃত্তের মধ্যে দাড়াতে গিয়ে প্রথমে অবাক হই। দাড়ানোর পরে বলা হয়েছে, এভাবে দুরে দাড়ালে, মুখোশ ব্যবহার করলে এবং নিয়মিত হাত-মুখ ধুয়ে পরিস্কার করলে করোনা ভাইরাস হবে না। বিষয়টি জেনে আমার মনের ভয় কেটে গেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.