ওল্ড ট্রাফোর্ডে উড়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড

বিটিসি স্পোর্টস ডেস্ক: এক পা এগোচ্ছে, তো দুই পা পেছাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। আগের ম্যাচে চেলসিকে ২-১ গোলে হারিয়েছিল তারা। শনিবার রেড ডেভিলরা এমন এক দলের কাছে শোচনীয়ভাবে পরাজিত হলো, যাদের জন্য ওল্ড ট্র্যাফোর্ড ছিল অভেদ্য দুর্গ। বোর্নমাউথ তাদের ক্লাব ইতিহাসে প্রথমবার ম্যানইউর মাঠে জিতলো।
শনিবার ৩-০ গোলে এরিক টেন হ্যাগের দলকে হারিয়েছে দলটি।
ইউনাইটেডের বিপক্ষে বোর্নমাউথ ছিল নগণ্য একটি দল। শেষ ১১ লিগ ম্যাচে দলটির বিপক্ষে কেবল চার পয়েন্ট অর্জন করতে পেরেছিল। আর তারাই কি না আধিপত্য দেখিয়ে জিতে গেলো।
পাঁচ মিনিটেই ডোমিনিক সোলাঙ্কের গোলে এগিয়ে যায় বোর্নমাউথ। স্বাগতিকরা দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর জন্য মরিয়া ছিল। কিন্তু পাঁচ মিনিটের মধ্যে আরও দুটি গোল হজম করে তারা। ফিলিপ বিলিং ও মার্কোস সেনসেই হেড করে জাল কাঁপান।
চতুর্থ গোল খেয়েছিল ম্যানইউ। কিন্তু ড্যাঙ্গো ওউয়াত্তারার হাতে লেগে বল জড়ায়। ভিএআর দেখে গোলটি বাতিল করেন রেফারি।
১৬ ম্যাচে সপ্তম হারে ২৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমেছে ম্যানইউ। আর সমান খেলে ১৯ পয়েন্টে ১৩তম বোর্নমাউথ।
চ্যাম্পিয়নস লিগে বাঁচা মরার লড়াইয়ে আগামী মঙ্গলবার বায়ার্ন মিউনিখকে স্বাগত জানানোর আগে বড় ধাক্কা খেলো ম্যানইউ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.