এসএ গেমস : বাংলাদেশের ঝুড়িতে জমা হোল আরও দুইটি স্বর্ণ পদক

 

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গতকালের ধারাবাহিকতায় আজ রবিবার  (০৮ ডিসেম্বর) এসএ গেমসের আরচারিতে স্বর্ণ পদক জিতে দিন শুরু করলেন বাংলাদেশের ছেলে-মেয়েরা। গতকাল শনিবার তিনটি স্বর্ণ পদক জিতেছিল বাংলাদেশ।

আজ সকালে প্রথমে পপোখারা স্টেডিয়ামের আরচারি ভেন্যুতে ছেলেদের রিকার্ভ পুরুষ দলগত ফাইনালে ৩-২ সেট পয়েন্টে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে খেলেছেন রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেল।

এরপর রিকার্ভ মহিলা দলগত ইভেন্টের ফাইনালে শ্রীলঙ্কাকে ৬-০ সেট পয়েন্টে হারান বাংলাদেশের তিন আরচার—ইতি খাতুন, মেহনাজ আক্তার ও বিউটি রায়।

এসএ গেমসে এবারের আসরে এ নিয়ে বাংলাদেশের ঝুড়িতে জমা হোল মোট ৯টি স্বর্ণ পদক।

বাংলাদেশকে তায়কোয়ান্দো থেকে প্রথম স্বর্ণ এনে দিয়েছিলেন দিপু চাকমা। এরপর কারাতে থেকে স্বর্ণ পদক জেতেন আল আমিন, মারজান আক্তার প্রিয়া ও হুমায়রা আক্তার অন্তরা। এরপর শনিবার মাবিয়া আক্তার, জিয়ারুল ইসলাম ও ফাতেমা মুজিব বাংলাদেশের হয়ে স্বর্ণ পদক জেতেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.