নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের নিজস্ব প্রতিবেদক সাইদুর রহমানকে পুলিশ কর্তৃক নির্যাতনের ঘটনায় উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা সভা করেছেন সাংবাদিকেরা। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী প্রেসক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক সাইদুরকে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসআই মাহবুবকে বহিস্কার না করা পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়।
রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি আবু সালে মো. ফাত্তাহর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক রাশেদ রিপন, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আসলাম-উদ-দৌলা প্রমুখ। সভায় বলা হয়, ৭২ ঘন্টার আল্টিমেটামের ২৪ ঘন্টা অতিবাহিত হয়েছে। নির্যাতনকারী এসআইকে আরএমপি প্রশাসন রক্ষা করার অপচেষ্টা চালাচ্ছে। আল্টিমেটামের সময়সীমার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে অর্ধদিবস হরতাল কর্মসূচি ঘোষণা করা হবে। হরতাল কর্মসূচি সফল করতে রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনগুলোর সাথে মত বিনিময়ের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, গত বুধবার দুপুরের দিকে পুলিশ কর্তৃক রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমানকে গালিগালাজ ও মারপিট করা হয়। মারপিটের পরে সাইদুরকে পুলিশ ভ্যানে তুলে রাজপাড়া থানায় নিয়ে যাওয়া হয়। উদ্ভূত পরিস্থিততিতে মহানগর পুলিশ কমিশনার মো: মাহবুবর রহমান তাৎক্ষণিকভাবে অভিযুক্ত এসআই মাহবুবকে পুলিশে লাইনে ক্লোজড করার নির্দেশ দেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.