এল সালভাদরে পদদলিত হয়ে নিহত-১২

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: এল সালভাদরের রাজধানী স্যান সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে পদদলনের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে ও অনেকে আহত হয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। মৃতদের সবার বয়স ১৮-র বেশি, তাদের মধ্যে দুইজন নারীও আছে বলে জানিয়েছে পুলিশ।
পিএনসি জানায়, ‘তথ্য অনুসারে ধারণা করা হচ্ছে আলিয়ানজা এবং এফএএসের মধ্যে ম্যাচ দেখতে প্রবেশ করার সময় পদদলিত হওয়ার ঘটনা ঘটে।’
সালভাদরের স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো আলাবি টুইটারে বলেন, জরুরি দল মোতায়েন করা হয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার কুসকাতলান স্টেডিয়ামে স্থানীয় ফুটবল দল আলিয়েনজা ও সান্তা অ্যানাভিত্তিক দল ফাসের মধ্যকার খেলা চলার সময় এই পদদলনের ঘটনা ঘটে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
অপ্রাপ্তবয়স্কসহ প্রায় ৯০ জন আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, বেশিরভাগের অবস্থা ‘স্থিতিশীল’ রয়েছে।
দেশটির প্রেসিডেন্ট নায়েব বুকেল জানান, জাতীয় পুলিশ এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এই ঘটনার তদন্ত করবে।
তিনি টুইটে আরও বলেন, ‘প্রত্যেককে তদন্ত করা হবে: দল, ম্যানেজার, স্টেডিয়াম, টিকিট অফিস, লীগ, ফেডারেশন, ইত্যাদি। অপরাধী যেই হোক না কেন, তারা শাস্তির বাইরে যাবে না।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.