এবার থেকে হাওড়া স্টেশনেই হবে রক্ত পরীক্ষা

কলকাতা (ভারত) প্রতিনিধি: এবার থেকে স্টেশনগামী যাত্রীরা প্লাটফর্মেই করাতে পারবেন রক্তের পরীক্ষা। আপাতত হাওড়া স্টেশনের ২ ও ৩ নম্বর প্লাটফর্মেই থাকছে এই পরিষেবা। যাত্রীরা স্টেশনে পৌঁছে পরীক্ষার  নমুনাগুলি নির্দিষ্ট জায়গায় পরীক্ষার জন্য দিয়ে গেলে মোবাইলের মেসেজ মারফত ফলাফল জানিয়ে দেওয়া হবে।
একটি নামি সংস্থার সাথে বছরে সাড়েতিনলক্ষ টাকার বিনিময়ে রেল গাঠছড়া বেধেছে বলে জানিয়েছেন হাওড়া ডিভিশনের ডিআরএম মণীশ জৈন।
যাত্রীরা এখানে স্বল্প মূল্যে সবধরনের প্যাথলজিক্যাল টেস্ট করাতে পারবেন। বিশেষত করোনার ও পরীক্ষা তথা আরটিপিসিআরের সুবিধা থাকছে।
রেল কর্তৃপক্ষের দাবি,অনেকেরই প্যাথলজিক্যাল টেস্টের জন্য অফিস কাছারি ছুটি নিতে হয়। সেই সমস্যাও মিটবে।শুধু অফিস জাবার সময় ওল্ডকমপ্লেক্সের ২ ও ৩ নম্বর প্লাটফর্মের মাঝে বিশেষ কাউন্টারে রক্ত ও অন্যান্য পরীক্ষার নমুনা দিয়েযেতে হবে।
এই বিশেষ ব্যবস্থায় একদিকে যেমন রেলের আয় বাড়বে তারওপর যাত্রীদের ও বিশেষ সুবিধা হবে বলে মনে করছে রেল। সাফল্য বুঝে অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশনেও তা করা হবে বলে জানিয়েছে রেল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.