এবার থেকে নির্দিষ্ট বেসরকারি ব্যাঙ্ক থেকেও মিলবে পেনশন

কলকাতা (ভারত) প্রতিনিধি: এতদিন ভারতীয় স্টেট ব্যাঙ্ক সহ নির্দিষ্ট ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মারফত পাওয়া যেত অবসরকালীন ভাতা। কিন্তু গতকাল এক অর্থদপ্তরের সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, বেসরকারি দুই ব্যাঙ্ক-অ্যাক্সিস ব্যাঙ্ক ও এইচ ডি এফ সি ব্যাঙ্ক থেকেও মিলবে এই সুবিধা।
এছাড়াও ভাতার জন্য আরও সরকারি ব্যাঙ্ককেও এর আওতায় আনা হচ্ছে। পাশাপাশি চালু থাকবে আগের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সুবিধাও।
বেশকিছুদিন ধরেই দেশের প্রাইভেট ব্যাঙ্কগুলো চাইছিল সরকারি পরিষেবা দিতে। সরকারের বর্তমান এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পেনশেনভোগী তথা প্রাইভেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
এছাড়াও নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে পেনশন তোলার ব্যবস্থা করা হচ্ছে বলে সরকারি বিবৃতিতে জানান হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.