এবারে তাপপ্রবাহের বলি হিমাচল সহ উপত্যকার এলাকাগুলি

কলকাতা (ভারত) প্রতিনিধি: দেশের অন্যান্য জায়গার মতই হিমাচল প্রদেশ, কাশ্মীর সহ উপত্যকার অঞ্চলগুলোতে তাপপ্রবাহের সৃস্টি হয়েছে। সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট সম্প্রতি তাদের এক পর্যবেক্ষণে এই তথ্য সামনে আনল।
সাধারণত আবহাওয়ার নিয়ম অনুযায়ি সমতলে ৪০ডিগ্রির সেলসিয়াসের বেশী হলে তাপপ্রবাহ চলছে বলে ঘোষনা করা হয়। উপকূল ও পার্বত্য এলাকায় এই ঊর্ধ্বসীমা যথাক্রমে ৩৭ ও ৩০ ডিগ্রি সেলসিয়াস হলেই বা কোন নির্দিষ্ট এলাকার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪’৫-৬’৪ ডিগ্রি সেলসিয়াস বেশি হলেই তাপপ্রবাহ চলছে বলে ঘোষণা করা হয়।
এসবের মাপকাঠিতেই গত দেড়মাসে ২১দিন তাপপ্রবাহের কবলে পড়েছে হিমাচল প্রদেশ।
কারণস্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে কৌট্টায়ামের ইনস্টিটিউট অফ ক্লাইমেট চেঞ্জ স্টাডিজের বিশেষজ্ঞ শিবানন্দ পাই বলেন, মার্চে পশ্চিম রাজস্থানে বিপরীত ঘূর্ণাবর্ত এবং বৃস্টি বহনকারী পশ্চিমি ঝঞ্ঝার অনুপস্থিতির জন্যই এত বেশি তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা(ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.