এনায়তপুরে চক্ষু হাসপাতাল ও একুশে ফোরামের উদ্যােগে ফ্রি চক্ষু ক্যাম্প

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অন্ধজনের আলাে মেলাতে অধ্যাপক ডাঃ এম,এ মতিন মেমােরিয়াল বিএনসএসবি বেজ চক্ষু হাসপাতালের উদ্যােগে, ইউকেএইডের অর্থায়নে এবং সেবা সংগঠন একুশে ফােরামের সার্বিক সহযােগীতায় সিরাজগঞ্জের এনায়তপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছ।
আজ মঙ্গলবার (২২ জুন) দিনব্যাপী চক্ষু ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বােধন করেন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের মিয়া ও মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মাওঃ আব্দুল আওয়াল।
এসময় একুশে ফােরামের সভাপতি আখতারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অধ্যাপক ডাঃ এমএ মতিন মেমােরিয়াল বিএনসএসবি বেজ চক্ষু হাসপাতালের চিকিৎসক ক্যাম্প প্রধান ডাঃ সাজ্জাদ হােসেন, একুশে ফােরামের সাধারন সম্পাদক ফজলুল হক ডনু, প্রবীন সমাজ-সেবক আব্দুল মতিন মেম্বর, এনায়তপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শওকত আলী, থানা যুবলীগের সভাপতি খােরশেদ আলম সরকার, জয়নাল সরকার, ফ্রি ক্যাম্প অর্গানাইজার আব্দুল আলিম, একুশে ফােরাম উপদেষ্টা স্বপন মির্জা, সংগঠনের সদস্য সাংবাদিক আশরাফুল ইসলাম সওদাগর, শাহিদুল ইসলাম, বাবু মির্জা, উপস্থিত ছিলন। এসময় আউট ডােরে ২শত জনকে চিকিৎসা এবং ৪৫ জন ছানি রােগীকে অপারশনের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.