এখনই বিদায় নিতে চান না নয়্যার

বিটিসি স্পোর্টস ডেস্ক: জাতীয় দল থেকে অবসরের কোন পরিকল্পনা আপাতত নেই জার্মান অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের। একইসাথে তিনি জানিয়েছেন পায়ের গুরুতর ইনজুরি কাটিয়ে আবারো জাতীয় দলের হয়ে মাঠে নামার ব্যপারে তিনি আশাবাদী।
মিউনিখের সর্বাধিক প্রচলিত জার্মান দৈনিক শুডেশে জেইটাংয়ে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী নয়্যার বলেছেন, ইতোমধ্যেই পায়ের ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফেরার বিষয়টি তিনি কোচ হান্সি ফ্লিককে জানিয়ে দিয়েছেন। পায়ের ইনজুরির কারণে পুরো মৌসুমের জন্যই মাঠের বাইরে চলে গেছেন বায়ার্ন মিউনিখের এই গোলরক্ষক।
এ সম্পর্কে নয়্যার বলেন, ‘হান্সি ফ্লিকের সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে। আমাদের মধ্যে প্রায়ই কথা হয়। আমার ফেরার ব্যপারে হান্সি নিশ্চিত। আমিও এজন্য যা করার প্রয়োজন তা করার চেষ্টা করছি।’
পশ্চিম জার্মানির সাবেক গোলরক্ষক টনি শুমেখার নয়্যারকে জাতীয় দল থেকে সরে গিয়ে ক্লাব ফুটবলের প্রতি নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু বায়ার্ন গোলরক্ষক জানিয়েছেন, ‘সুপারিশ সবাই করতে পারে। যখন সময় আসবে আমি আয়নার দিকে তাকিয়ে নিজেকে সত্য কথাটা বলবো। যা আমি আগেও করেছি। আমি যদি পারফর্ম করতে না পারি তবে নিজে থেকেই জায়গা ছেড়ে দিব। কিন্তু এই মুহূর্তে আমি সেটা চাইনা। যে সেরা সেই দলে সুযোগ পাবে। আমি যদি খেলতে চাই তবে আমাকে সেরা হয়েই মাঠে নামতে হবে। সবসময় সব খেলোয়াড়ের ক্ষেত্রে এটাই হয়ে থাকে।’
জার্মান জাতীয় দলের হয়ে ১১৭টি ম্যাচ খেলেছেন নয়্যার। ২০২৪ সালে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ জার্মানির মাটিতে অনুষ্ঠিত হবে, সে সময় নয়্যারের বয়স হবে ৩৮ বছর।
কাতার বিশ্বকাপ থেকে ফেরার পর নয়্যার প্রথমবারের মত জনসন্মুখে কথা বলেছেন। এ সময় তিনি বলেন বিশ্বকাপে দেশের থেকে খুব একটা বেশি সহযোগিতা তারা পাননি। এই ধরনের অনুভূতি কখনই কাম্য নয়। আরো কিছুটা সহযোগিতা জাতীয় দল প্রত্যাশা করতেই পারে।
কাতার বিশ্বকাপে বৈচিত্র্য ও মানবাধিকারের প্রতি সমর্থন জানিয়ে নয়্যার ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড পড়ে মাঠে নাতে চাইলেও জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন নয়্যারকে তা পরতে  দেয়নি। ফিফার নিষেধাজ্ঞার হুমকির মুখে জার্মানি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এর প্রতিবাদে জাপানের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে জার্মান একাদশ তাদের মুখ হাত দিয়ে বন্ধ করে ছবি তুলেছিল যা নিয়ে বিশ্বজুড়ে আলোচনার সৃষ্টি হয়।
নয়্যার অবশ্য দাবি করেছেন  এই ধরনের অঙ্গভঙ্গি করা দলের পারফরম্যান্সের উপর কোন প্রভাব পড়েনি। টানা দ্বিতীয়বারের মত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে জার্মান দলকে  বাড়ি ফিরতে হয়েছে। নয়্যার বলেন, ‘আমরা পুরো বিষয়টি নিয়ে আগে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি। এতে জটিলতার কিছু নেই। এরপর আমাদের পুরো মনোযোগ ছিল ফুটবলকে ঘিরে।’
২০১৪ বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক বায়ার্ন মিউনিখের দীর্ঘদিনের গোলকিপিং কোচ টনি টাপালোভিচের বরখাস্তের বিষয়টি নিয়েও মন্তব্য করেছেন। ২০১১ সালে নয়্যারের সঙ্গেই বায়ার্নে কাজ করার সুযোগ পেয়েছিলেন টাপালোভিচ। কোচ জুলিয়ান নাগলসম্যানের সঙ্গে বিরোধীতায় টাপালোভিচকে চাকরি হারাতে হয়েছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। নয়্যার বলেন, ‘বিষয়টা মোটেই ভাল হয়নি। আমার ক্যারিয়ারে এর থেকে বাজে পরিস্থিতির মধ্যে আমি আগে আর কখনই পড়িনি। আমি সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা আমার কথা শোনেনি।’
মূল দলে নয়্যারের বদলী গোলরক্ষক হিসেবে বায়ার্ন এবারের শীতে সুইজারল্যান্ডের সাবেক গোলরক্ষক ইয়ান সোমারকে চুক্তিভূক্ত করেন। টানা তিনটি ১-১ গোলের ড্র দিয়ে বায়ার্ন ২০২৩ সাল শুরু করেছে। দ্বিতীয় স্থানে থাকা ইউনিয়ন বার্লিনের থেকে মাত্র এক পয়েন্ট এগিয়ে থেকে বুন্দেসলিগা টেবিলের শীর্ষে রয়েছে বাভারিয়ানরা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.