একের পর এক চাল দিয়ে যাচ্ছে চীন! ভারত মহাসাগরে চীনা জাহাজ

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: একের পর এক চাল দিয়ে যাচ্ছে চীন। ভারত মহাসাগরে চীনাদের রুখতে পুরোদস্তুর তৈরী ভারত। ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সেনা পাঠাতে শুরু করেছে দেশটি। স্থলসীমান্ত ছাড়াও এবার জলভাগেও নজরদারী দ্বিগুণ করা হয়েছে।

লাদাখের গালওয়ান সীমান্তে চীনা সেনার আগ্রাসনের পর থেকেই সতর্ক ভারত। ইতিমধ্যেই পাকিস্তান ও শ্রীলঙ্কা জলসীমা বরাবর চীনা রণতরীর গতিবিধি নজরে এসেছে দিল্লির। ভারত মহাসাগরে চীনা নৌবহরের উপস্থিতি টের পেতেই চূড়ান্ত সতর্ক নৌ সেনা। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে অতিরিক্ত সেনা পাঠানোর কাজ শুরু করেছে ভারত।

লাদাখে চীনা আগ্রাসনের কথা মাথায় রখে এবার ভারত মহাসাগরে সীমান্ত পাহারার কাজে জোরদার তৎপরতা শুরু করেছে দিল্লি। এব্যাপারে দফায়-দফায় গত কয়েকদিনে আলোচনা সেরেছেন সেনাকর্তারা।

নৌ সেনাকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। আন্দামানে প্রয়োজনে যাতে যুদ্ধবিমান নামিয়ে কাজ চালানো যায় সে ব্যাপারেও তৎপরতা শুরু হয়েছে। উত্তর আন্দামানে আইএনএস কোহাসারের রানওয়ে বাড়ানো হচ্ছে।

লাদাখের গালওয়ানে চীনা সেনার সঙ্গে তুমুল সংঘর্ষে  নিহত হয় ২০ ভারতীয় সেনা-জওয়ান। সীমান্ত বিবাদ নিয়ে দুই দেশের সম্পর্ক বর্তমানে তলানিতে ঠেকেছে। মুখে আলোচনার মাধ্যমে জট কাটানোর কথা বললেও ভারতকে আটকাতে ক্রমাগত প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে যোগাযোগ চালাচ্ছে বেজিং। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.