একমত পাক-ভারত, কাশ্মীরীদের জন্য সুখবর

(একমত পাক-ভারত, কাশ্মীরীদের জন্য সুখবর)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সংঘাতপূর্ণ কাশ্মীর সীমান্তে গুলিবিনিময় বন্ধে একমত হয়েছে ভারত ও পাকিস্তান। আজ  বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) এ তথ্য জানিয়েছে দুই দেশের সামরিক বাহিনী।
ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী এক যৌথ বিবৃতিতে বলেছে, দুই দেশের পারস্পরিক স্বার্থে এবং সীমান্তে টেকসই শান্তি বজায় রাখতে উভয় দেশের কর্মকর্তারা মতবিরোধ ও উদ্বেগের কেন্দ্রে থাকা বিষয়গুলো বিবেচনায় আনতে সম্মত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক নয়াদিল্লির একজন কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতি ওই চুক্তির আংশিক লক্ষ্য ছিল, সীমান্তে যুদ্ধ পরিস্থিতি কমিয়ে এনে বেসামরিক লোকজনের মধ্যে হতাহত হওয়ার ঘটনার অবসান ঘটানো।

তিনি বলেন, ‘আমরা এখনো আশাবাদী, নিয়ন্ত্রণ রেখাজুড়ে সহিংসতা ও উত্তেজনা কমে আসবে। তবে অনুপ্রবেশ ও সন্ত্রাসী কর্মকাণ্ড থামাতে এই রেখা থেকে মোতায়েন করা সেনাসদস্য কমিয়ে আনা হচ্ছে না।

এ খবর নিঃসন্দেহে কাশ্মীরীদের জন্য সুখবর। কারণ বিরোধপূর্ণ এই অঞ্চলে লেগেই থাকতো গোলাগুলি আর সংঘর্ষ। এতে কাশ্মীর সীমান্তে বসবাসকারীদের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা প্রায়ই ঘটত। গুলি বিনিময় বন্ধ হওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে থাকবে কাশ্মীরবাসী। (সূত্র: রয়টার্স)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.