একদিকে মহামারি করোনা অন্য দিকে শিলা বৃষ্টি ! শেষ হয়ে গেল কৃষকের সব স্বপ্ন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরের মানুষের দিনরাতের সব চেষ্টা ব্যর্থ করে চাষ করা চলতি বোরো ফসলসহ অন্যান্য সকল সবজির জমি শিলা বৃষ্টির কারনে নষ্ট হতে পারে। শিলা বৃষ্টির কারনে সারা দেশেই ফসলের জমি ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন আতংক বিরাজ করছে কৃষকদের মাঝে।

মাধবপুরের কৃষকরা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, তাদের শেষ ভরসাও চলে যাবে। অধিকাংশ জমিতে ধানে আঁশ চলে আসলে ও শিলা বৃষ্টির জন্য নষ্ট হয়ে যেতে পারে।

অন্য একজন কৃষক বলেন, একদিকে মহামারি করোনা ভাইরাসের জন্য বাজারে ফসল বিক্রির সময় পায় না, যেটুকু ফসল ই তাদের সম্বল ছিল এগুলো শিলাবৃষ্টির জন্য ক্ষতি হয়ে যাবে।

যদি সকল ফসল নষ্ট হয়ে যায় তাহলে তারাই কি খাবে এবং কি বাজারজাতকরণ করবে এ চিন্তায় ভেঙ্গে পড়ল কৃৃৃৃষকরা। শিলা বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাওয়ার চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন ঐ অঞ্চলের মানুষেরা।

সারজমিনে গিয়ে দেখা যায়, টমেটো, বেগুন, বরবটি এবং ধনিয়া পাতার জমি বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি মাজহারুল ইসলাম তানিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.