উপ-সচিব পদে পদোন্নতি তাজকির উজ জামানকে ‘দর্পণ পরিবার’র অভিনন্দন ও শুভেচ্ছা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ জামান এর উপ-সচিব পদে পদোন্নতি হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ‘দর্পণ পরিবার’।
আজ বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এ কে এম তাজকির উজ জামান এর অফিস কক্ষে এই ফুলেল শুভেচ্ছা জানান ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রতিনিধি দল।
‘দৈনিক চাঁপাই দর্পণ’ পরিবারের পক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক ও ‘দর্পণ টিভি’ (অনলাইন) এর ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম রঞ্জু।
এসময় সাথে ছিলেন ‘চাঁপাই দর্পণ’ উপদেষ্টা পরিষদের সাবেক প্রধান উপদেষ্টা (বর্তমান উপদেষ্টা) ও ‘এরফান গ্রুপ’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. এরফান আলী, ‘চাঁপাই দর্পণ’ উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক তুফান, স্টাফ রিপোর্টার মো. ইসাহাক আলী ও টুটুল রবিউল, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি ও জেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বকুল।
এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আবুল কালাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ সাহিদা আকতার, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক গোলাম রশিদসহ অন্যরা।
শুভেচ্ছা বিনিময়কালে জনাব এ কে এম তাজকির উজ জামান এর সাথে কুশলাদি বিনিময় করেন ‘চাঁপাই দর্পণ’ পরিবারের সদস্যরা এবং তাঁর দীর্ঘায়ু, সু-স্বাস্থ্য কামনা করে উত্তরোত্তর সাফল্যও কামনা করেন।
উল্লেখ্য, গত ৭মার্চ/২১ বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সারাদেশের অন্যান্য কর্মকর্তাদের পদোন্নতির সাথে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ জামান কে উপ-সচিব পদে পদোন্নতি দেয়া হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.