বিটিসি স্পোর্টস ডেস্ক: প্রথমার্ধে নিখুঁত ফুটবল আর দ্বিতীয়ার্ধে রক্ষণের দারুণ দৃঢ়তা- সব মিলিয়ে ব্রাজিলের পারফরম্যান্সে ভীষণ খুশি কাসেমিরো। দলকে উন্নতির পথে দেখছেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। কার্লো আনচেলত্তির দেখানো পথ ধরে আরও উন্নতি করে পূর্ণ মনোযোগী থেকে বিশ্বকাপে খেলতে চান ব্রাজিল অধিনায়ক।
লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে শনিবার প্রীতি ম্যাচে সেনেগালকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এস্তেভোঁ দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান কাসেমিরো।
সেনেগালের বিপক্ষে আগের দুই ম্যাচে জয় না পাওয়া ব্রাজিল এবার উপহার দেয় দারুণ ফুটবল। একের পর এক আক্রমণে প্রথমার্ধে নিয়ন্ত্রণ নেয় ম্যাচের। দ্বিতীয়ার্ধে দেখায় আক্রমণ রুখে দেওয়ার সামর্থ্য। সব মিলিয়ে দারুণ তৃপ্ত কাসেমিরো।
“প্রথমার্ধ খুব ভালো ছিল, প্রায় নিখুঁত। দ্বিতীয়ার্ধে আমরা আরও ভালোভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করেছি। আমরা প্রতি-আক্রমণ করতে চেয়েছি। জয় গুরুত্বপূর্ণ, আমরা জানি রাতারাতি আত্মবিশ্বাস জন্মায় না। উন্নতি হচ্ছে, তবে আমরা জানি গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্বকাপে সেটা দেখানো। মনোযোগ ঠিক রেখে বিশ্বকাপে যাওয়া গুরুত্বপূর্ণ।”
৩৫তম মিনিটে দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন কাসেমিরো। ডি-বক্সের বাইরে ফ্রি-কিক পেয়ে বাঁ দিকে ক্রস বাড়ান রদ্রিগো। প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শট নেন কাসেমিরো, বল গোলরক্ষককে ফাঁকি দিয়ে খুঁজে পায় ঠিকানা। ম্যাচ শেষে এক প্রশ্নের জবাবে ব্রাজিল অধিনায়ক বললেন, অনুশীলনে অনেক চর্চার ফসল এই গোল।
“আমরা সেট পিস নিয়ে প্রচুর পরিশ্রম করছি। এমনকি এটা নিয়ে অনুশীলনে আনচেলত্তি কিছুটা কঠোরও। তিনি আমাদের প্রচুর পরিসংখ্যান দেখিয়েছেন, সেট পিস ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। আমরা এটা নিয়ে প্রচুর অনুশীলন করি এবং আজ সেটা কাজে লেগে যাওয়া দারুণ ব্যাপার।”
আগামী মঙ্গলবার তিউনিসিয়ার বিপক্ষে লিলের মাঠে খেলবে ব্রাজিল। চলতি বছরে সেটাই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের শেষ ম্যাচ। #















