উত্তরাখণ্ডে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে নিহত-১৫

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডে বিদ্যুতের ট্রান্সফর্মার বিস্ফোরণে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। বুধবার (১৯ জুলাই) সকালে চামোলি জেলায় অলকানন্দা নদীর তীরে এই ঘটনা ঘটে।
সকালে ‘নমামি গঙ্গে’ নামে একটি প্রকল্পের কাজ চলাকালে ট্রান্সমিটার বিস্ফোরিত হয়। নিহতদের অধিকাংশই ওই প্রকল্পের শ্রমিক। এদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছেন চামোলি পুলিশের এসপি পরমেন্দ্র দোভাল।
তাৎক্ষণিকভাবে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন  উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি।
উত্তরাখণ্ড পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, পুলিশের এক সাব-ইনস্পেক্টর এবং পাঁচ জন হোম গার্ড-সহ ১৫ জন মারা গেছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনাস্থলের একটি লোহার রেলিং বিদ্যুতের সংস্পর্শে আসায় এই দুর্ঘটনা ঘটে। তবে আরও তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.