BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

উজিরপুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতার স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

উজিরপুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতার স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এ্যাডভোকেট সৈয়দ মাইনুল হকের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১১ নভেম্বর মঙ্গলবার বেলা ১২ টায় কলেজের সভাকক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শামসুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ রোকুনুজ্জামান টুলু, প্রতিষ্ঠাতার বড় ছেলে সৈয়দ তাহমিদ আজিজুল হক, প্রতিষ্ঠাতার ভাতিজা সৈয়দ নাজমুল হাসান, মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুল আজিজ, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, কলেজের সহকারী অধ্যাপক ড. মোঃ আক্তারুজ্জামান নকিব, পৌর জামায়াতে ইসলামীর আমির মোঃ আল আমিন সরদার, উজিরপুর শেরেবাংলা পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান প্রমুখ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মরহুম সৈয়দ মাইনুল হকের সহধর্মিণী এবং দুই কন্যা, পৌর বিএনপির সহ সভাপতি আঃ রাজ্জাক সরদার, হেমায়েত উদ্দিন খলিফা, মোঃ মামুন সিকদার, সেলিম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন হাওলাদার,সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম সহ অনেকে।

সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল হক আজাহারী।

অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক রতন কুমার চ্যাটার্জি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ