উজিরপুর প্রেসক্লাবের কার্যকরি কমিটি গঠিত সভাপতি আঃ রহিম সরদার, সম্পাদক শিপন মোল্লা

উজিরপুর প্রতিনিধি: উজিরপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা ও ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরি কমিটি গঠিত হয়েছে। আজ  শুক্রবার বেলা ৩টায় প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে সাবেক সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন সরদারের সভাপতিত্বে গনতান্ত্রিক প্রক্রিয়ায় কন্ঠ ভোটের মাধ্যমে দৈনিক আমাদের সময় ও বিটিসি নিউজ এবং আজকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি আঃ রহিম সরদারকে সভাপতি ও দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম শিপন মোল্লাকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হন মোঃ নুরুল ইসলাম, আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন বালী অপু, মোঃ খবির উদ্দিন হাওলাদার, যুগ্ম সম্পাদক নির্বাচিত হয় মোঃ নাসির শরীফ, কোষাধ্যক্ষ মিজানুর রহমান রনি, প্রচার সম্পাদক নাজমুল হক মুন্না, দপ্তর সম্পাদক মাহাবুবুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল কাসেম সেন্টু, কার্যকরি সদস্য নির্বাচিত করা হয় মোঃ হেমায়েত উদ্দিন সরদার, শাকিল মাহমুদ আউয়াল, মহসিন মিঞা লিটন, ভবতোষ চক্রবর্তী, মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সৈয়দ নাজমুল ইসলাম, কল্যান কুমার চন্দ, আহম্মেদুল কবির বিপ্লব মোল্লা, সরদার সোহেল, মোঃ কাওসার হোসেন।

প্রেসক্লাবের নির্বাচিত নতুন কমিটিকে তাৎক্ষণিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহে আলম, বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড: তালুকদার মোঃ ইউনুস, উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আ’লীগের সভাপতি এস,এম জামাল হোসেন, সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.