উজিরপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনায় সংবাদ প্রকাশ অতঃপর থানায় মামলা
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনায় সংবাদ প্রকাশ অতঃপর থানায় মামলা দায়ের করেছে ছাত্রীর পরিবার।
আজ শুক্রবার (৫জুন) বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসানের নির্দেশে পুলিশের একদল চৌকস পুলিশ জল্লা গ্রামে ভিকটিমকে উদ্ধার করতে যায়।
সেখানে তাকে না পেয়ে ছাত্রীর নিকট আত্মীয় পয়সার হাট এলাকা থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর ওই দিন ছাএীর মাতা সেলিনা বেগম বাদী হয়ে একই এলাকার লম্পট আয়নাল হক হাওলাদার ভদ্দর (৬৫) এর বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত শনিবার উপজেলার জল্লা গ্রামের নাসির উদ্দিন হাওলাদারের মেয়ে ৬ষ্ঠ শ্রেণীতে পরুয়া ছাত্রীকে একই বাড়ীর লম্পট আয়নাল হক বসত ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে। এ ঘটনা ধামাচাপা দিতে প্রভাবশালী লম্পটের পরিবার শত চেষ্টা করেও ফলপ্রসু হয়নী।
জানা যায়, আয়নাল হক আলোচিত জল্লা ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু হত্যা মামলার আসামী এবং সে ইতিপূর্বে শিশু ধর্ষণের চেষ্টা মামলায় দীর্ঘদিন হাজতবাস করেছে। সে মামলা চলমান রয়েছে।
এছাড়াও তার বিরুদ্ধে এলাকায় একাধিক নারী কেলেঙ্কারি ঘটনা জড়িত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এব্যাপারে উজিরপুর মডেল থানায় অফিসার্স ইনচার্জ জিয়াউল আহসান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, ভিকটিমকে উদ্ধার করে থানায় মামলা নেয়া হয়েছে এবং আসামীকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.