উজিরপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ করিম’র ইন্তেকাল বিভিন্ন মহলে শোক

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরের বড়াকোঠা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আই.আর.ডি.পি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব আঃ করিম হাওলাদার (৯০) বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন। ইন্নানিল্লাহে……….রাজেউন।

তিনি গতকাল সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টায় উজিরপুরস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ৪ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বাদ আসর উজিরপুর আলিম মাদ্রাসা মাঠে জানাজা শেষে উজিরপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজা নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড: তালুকদার মো: ইউনুস, উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আ’লীগের সভাপতি এস,এম জামাল হোসেন, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, বড়াকোঠা ইউপি চেয়ারম্যান এ্যাড: শহিদুল ইসলাম, শিকারপুর ইউপি চেয়ারম্যান ছরোয়ার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

নিহতের বড় ছেলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি এ্যাড: তাজুল ইসলাম, দুই ছেলে আমেরিকাতে বসবাস করছেন। শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রেসক্লাব সহ সকল শ্রেণি পেশা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.