উজিরপুরে সাংবাদিক পরিচয় দিয়ে ২লক্ষ টাকা চাঁদাদাবী, আদালতে মামলা দায়ের

উজিরপুর প্রতিনিধি: রিশালের উজিরপুরে সাংবাদিক পরিচয় দিয়ে ২লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা দায়ের করেছে এক ইউপি সদস্য।

অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার মালিকান্দা গ্রামের মৃত আঃ জলিল মৃধার ছেলে মোঃ টুকু মৃধা(৩৬) ও কাংশি গ্রামের মৃত জলিল মৃধার ছেলে টিপু মৃধা (৫০) সাংবাদিক পরিচয় দিয়ে ২৮ অক্টোবর শোলক ইউনিয়নের কাংশি গ্রামের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিরাজ সরদারের নিকট ২লক্ষ টাকা চাঁদা দাবী করে।

এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন ২৭ অক্টোবর টিপু মৃধার ছেলে আবদুল্লাহর সাথে সিরাজ সরদারের ছেলে ফাহিম এর সাথে সামান্য কথা কাটাকাটি হয়।

এতে ক্ষিপ্ত হয়ে ২৮ অক্টোবর বিকাল ৪টায় ধামুরা বন্দরের সিরাজ মেম্বরের অফিসে ঢুকে টুকু মৃধা ও টিপু মৃধা ভিডিও ক্যামেরা নিয়ে এশিয়ান টিভির সাংবাদিক পরিচয় দিয়ে ২লক্ষ টাকা চাঁদা দাবী করেন।

চাঁদা দিতে অস্বীকার করলে তার বিরুদ্ধে টিভিতে সংবাদ প্রকার করার হুমকী দেয়। এমনকী সংবাদ প্রকাশ হলে মেম্বরের পদ হইতে বরখাস্ত সহ পুলিশ কর্তৃক গ্রেফতার করে জেল হাজতে প্রেরণের হুমকী প্রদান করেন।

উজিরপুর প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার জানান, এশিয়ান টিভিতে টুকু মৃধা নামে কোন সাংবাদিক আছে বলে আমার জানা নেই তবে সাংবাদিক এর নাম ব্যবহার করে কেহ চাঁদাবাজি করলে তার দায় দায়িত্ব তাকেই নিতে হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.