উজিরপুরে শুভ মাঘী পূর্ণিমা উপলক্ষ্যে ৮ দিন ব্যাপীধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুরে শুভ মাঘী পূর্ণিমা উপলক্ষ্যেসার্বজনীন কেন্দ্রীয় কীর্ত্তন আঙ্গিনা ও শ্রীগুরু মন্দিরে এ বছর ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ৮ দিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিতহবে।
আগামী ৩ ফেব্রুয়ারী থেকে ১০ ফেব্রুয়ারী পর্যন্ত হিন্দু ধর্মা বলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি ও কল্যাণ কামনায় ৮ দিন ব্যাপী, ৪৪ তম শ্রী শ্রীতারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হবে। শুভেচ্ছান্তে উজিরপুর সার্বজনীন কেন্দ্রীয় কীর্ত্তন আঙ্গিনা ও শ্রীগুরু মন্দিরের সভাপতি বরুন মিত্র ও সাধারণ সম্পাদক তপন মিত্র।
এছাড়া ৩ ও ৪ ফেব্রুয়ারী শ্রীমতভগবত পাঠ, ৪ ফেব্রুয়ারী নাম যজ্ঞের শুভ অধিবাস। ৫,৬,৭ ফেব্রুয়ারী ২৪ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান। ৮ ফেব্রুয়ারী দুপুরে ভোগরাগ সমাপ্ত নান্তে মহা প্রসাদ বিতরণ। ৯ ও ১০ ফেব্রুয়ারী পদাবলী কীর্ত্তন অনুষ্ঠিত হবে।
এদিকে অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক আলোক সজ্জাসহ বিভিন্ন রং বেরং এসাজিয়ে তোলা হয়েছে পুরো মন্দির।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.