উজিরপুরে রমজানকে কেন্দ্র করে উচ্চ মূল্যে ফল বিক্রয়ের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে পবিত্র রমজানকে কেন্দ্র করে উচ্চ মূল্যে ফল বিক্রয়ের অভিযোগে এক আড়ৎদারকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেছে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী।
আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল থেকে উপজেলার শিকারপুর, জয়শ্রী, ইচলাদী, উজিরপুর বাজারসহ বিভিন্ন স্থানে ফল বিক্রেতাদের উপরে মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি।
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জয়দেব চক্রবর্তী নিজে ক্রেতা সেজে তরমুজ ক্রয় করতে যান। তার কাছে কেজি হিসেবে উচ্চমূল্যে তরমুজের দাম চাওয়ায় শিকারপুর বন্দরের ফলের আড়ৎদার রুহুল আমিনের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন। বিভিন্ন বাজারে গিয়ে ফলসহ বিভিন্ন পণ্য উচ্চ মূল্যে বিক্রি না করার জন্য নির্দেশ প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনাকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতাসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন মডেল থানার এস,আই খাইরুলসহ পুলিশ সদস্য।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.