উজিরপুরে মাঠ দিবস পালিত

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট(বিণা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনা সরিষা-৯ এর সম্প্রসারণের লক্ষ্যে ব্যাপক আয়োজনে মাঠ দিবস পালিত হয়েছে।

আজ শুক্রবার (৬ মার্চ) বেলা ১১টায় উপজেলার বামরাইলে রহমতপুর উপজেলার বিনা উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ বাবুল আকতার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন গবেষণা অনু-বিভাগ কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলা রঞ্জন দাস। বিশেষ অতিথির বক্তৃতা করেন ময়মনসিংহ উদ্ভিদ প্রজনন বিভাগ বিনা, সি,এস,ও ড. মোঃ আব্দুল মালেক, রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্র, সি,এস,ও ড. মুহাম্মদ সামসুল আলম, উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাকির হোসেন তালুকদার ।

এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি উপ-সহকারী তোফাজ্জেল হোসেন তুহিন সহ শত শত কৃষক কৃষাণি। এ সময় প্রধান অতিথি কৃষিই সমৃদ্ধি প্রতিপাদ্য বিষয়ের উপর বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.